সেই রোমিও

 সেই রোমিও

খাদিজা বেগম 


তোমার চলার সঙ্গী করে 

আমার হাতটা ধরে নিও,

তোমারা বসার পাশে আমার 

বসার জায়গা করে দিও।


তোমার নদীর বুকে আমায় 

উর্মি হয়ে ভাসতে দিও,

মন জুড়ানো ফুল বাগানে 

ভোমরা হয়ে বসতে দিও।

ভুল করেও কভু যেন

তুমি আমায় না ভুলিও।।


সেই তো কবেই মন দিয়েছি 

আনা আনা গুনে সবি,

তোমায় নিয়ে মুগ্ধ হয়ে 

আমি দিবানিশি ভাবি।

তুমি আমার, আমার চেয়েও 

অনেক, অনেক বেশি প্রিয়।।


যত্ন করে রাখবো তোমায় 

আমার সকাল বিকাল জুড়ে,

এই হৃদয়ের প্রেম চাদরে 

রাখবো ভালোবাসায় মুরে।

যে তোমাকে রাখবে ভালো 

আমি তোমার সেই রোমিও ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান