তোমায় খাবে গিলে

 তোমায় খাবে গিলে

খাদিজা বেগম 


তোমার ভিতর জেগে ওঠা

লোভ গুলোকে আশ্রয় দিলে,

ধীরে ধীরে হিংস্র হয়ে 

একদিন তোমায় খাবে গিলে।।


অভিনন্দন জানাও তুমি 

অন্য লোকের সফলতায়,

দুঃখ প্রকাশ করো তুমি 

অন্যের রোগে, শোকের ব্যথায়।

অন্যের সুখে হাসো তুমি

কাঁদো তুমি কেউ কাঁদিলে।।


অন্যের জন্য নিজের ভেতর

রাখো যদি আক্রোশ পুষে,

দিবানিশি খাবে তোমায় 

হয়নার মত সেই আক্রোশে।

ধ্বংস হবে, অন্যের দোষে 

নিজের ভিতর রাগ পুষিলে।।


ছোটখাটো ভুলগুলোকে 

যাও এড়িয়ে দাও মাফ করে,

সবার জন্য ভালোবাসা 

পুষে রাখো ওই অন্তরে।

বিবেক-বুদ্ধি খায় না যেন 

তোমার, লোভ-লালসায় মিলে!!




Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান