চন্দনা

 চন্দনা 

খাদিজা বেগম 


তোমায় কতো ভালোবাসি 

চন্দনা রে ও চন্দনা,

হাজার ভাষার লিখে দিলেও

শেষ হবে না তার বর্ণনা।।


বলছি তারে বারে বারে 

ভালবাসি ভালবাসি,

তার উত্তরে সে দেয় শুধু 

এই প্রাণ কেড়ে নেয়া হাসি।

মধুর চেয়েও মিষ্টি লাগে 

ভালোবাসার এই যন্ত্রনা।।


আপসে মন পাওয়ার জন্য 

তোমার দ্বারে দ্বারে ঘুরি,

ভালোবাসায় জোর খটেনা 

করবো না তাই জোরাজুরি।

আজ না হলেও কাল পাব মন 

এটাই আমার খুব সান্তনা।।


তার ভাবনায় মন হয়ে যায় 

 দিবানিশি উদাস উদাস,

আমার এ মন খুজছে এখন 

তার ভিতরে সুখের আবাস।

এই অন্তরে বসত করে

সেই তো আমার প্রেম চন্দনা।।



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান