কোরআন পড়ো
কোরআন পড়ো
খাদিজা বেগম
কোরআন পড়ো কোরান পড়ো
বারে বারে কোরআন পড়ো,
তারপরেও কোরআন পড়ো
অর্থ জেনে কোরআন পড়ো।।
কোরআন পড়লে তুমি তোমার
রক্ষা করতে পারবে সম্মান!
তুমি ছাড়া তোমাকে কেউ
করতে পারবে না অপমান।
সততা আর স্বচ্ছতাতে
তুমি তোমার জীবন গড়ো।।
পড়লে কোরআন দেখতে পাবে
জাহান্নাম আর সুখের জান্নাত,
তোমার হাতের কোন কর্মই
সেথায় হবে না তো বরবাদ।
আগুনে না পুড়তে চাইলে
অন্যায় থেকে তুমি সরো।।
স্রষ্টার হুকুম না মানিয়া
তুমি হইয়ো না পথ ভ্রষ্ট,
স্রষ্টার হুকুম মানে যে জন
সেই তো সবার চেয়ে শ্রেষ্ঠ।
অর্থ, স্বার্থ, বিত্ত ছেড়ে
স্রষ্টার আদেশ মান্য করো।।
Comments
Post a Comment