জয়ের নিশান

 জয়ের নিশান 

খাদিজা বেগম


জয়ের নিশান হাতে নিয়ে 

আমরা লাখো লাখো যাত্রী,

ঘুম-নিদ্রাহীন, অনাহারে 

পার হয়েছি শত রাত্রি।।


শেখ মুজিবের ভাষণ শুনে 

বীর বাঙালি অস্ত্র ধরলো,

বাঙ্গালীদের তোপের মুখে

পাক হানাদার এদেশ ছাড়লো

দেশের প্রেমে প্রাণ হারালো 

হাজার হাজার নেতা-নেত্রী


দেশের জন্য যুদ্ধ করলো 

কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে,

দেশের জন্য বুকের মানিক 

কত মায়ে দিল ঠেলে।

তাহার পরে সালাম দিল 

বাংলা মাকে এই ধরিত্রী।।


তার পর আশার সূর্য উঠল

আলো পেলাম নয় মাস পরে,

বাংলা নামের এই সূর্যটা 

জয় করেছি যুদ্ধ করে।

স্বপ্নের এই দেশে যত্নে রেখো

দায়িত্বশীল হও দেশের প্রতি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান