মানব জীবন
মানব জীবন
খাদিজা বেগম
আল্লাহ তোমার, তুমি আল্লাহর
এর মাঝে ভাই আর কিছু নাই,
মাটির কায়া মাটি হবে
আল্লাহ ছাড়া নাই তোমার ঠাঁই।।
তোমার কাছে আছে যাহা
হাত, পা, চোখ, কান, তার আমানত,
সুন্দর মুখ আর লজ্জা স্থান
কভু করো না খিয়ানত।
জবাবদিহি করতে হবে
খুব সাবধানে পা ফেল তাই।।
তার হুকুমের বাইরে যাওয়া
শয়তান ছাড়া আর কার সাজে?
দূরে থাকো কুকাজ থেকে
হাত দিওনা পাপের কাজে,
অশ্লীল কথা বলোনা আর
অসৎ পথে চল না ভাই।।
মিথ্যে মায়ার এই পৃথিবী
তোমায় আমায় ছাড়তে হবে,
কিসের আশায়, কিসের নেশায়
পাপের পথে কেন তবে?
অল্পদিনের মানব জীবন
পাপে পুড়ে করো না চাই।।
Comments
Post a Comment