কাঁদা মাটি
কাঁদা মাটি
খাদিজা বেগম
তোমার আমার হবেনা আর
কথায় কথায় কাটা কাটি,
ইচ্ছে আমার বলবো না আর
আমি হব কাঁদা মাটি।।
হয়ে থাকব তোমার খেলার
সাজানো এক খেলার মাঠ,
তোমার জন্য রঙ ছড়াবো
রঙিন করবো পিরিতের হাট।
তোমায় সিতল রাখার জন্য
আমি হব শীতলপাটি।।
তোমার খুশী কিনব না হয়
আমার চোখের জলের দামে,
হাজার কষ্ট মেনে নিয়ে
রাখবো তোমায় খুব আরামে।
সব অধিকার ভুলে গিয়ে
হজম করব শত লাঠি।।
সবকিছুতে হ্যা বলিব
না, বলিব না গো কভু,
সদায় তুমি সুখে থাকো
রেগে যেও না গো তবু।
ভেঙে যেন দিও নাগো
আমার ভালোবাসার ঘাঁটি।।
Comments
Post a Comment