কথার যাদু
কথা যাদু
খাদিজা বেগম
কথার জাদু বড় জাদু
এই জাদুতে মন চুরি হয়,
কথার মধু সেরা মধু
এই মধুতে হয় যুদ্ধ জয়।।
কথার মায়া বড় মায়া
যায় না ছেড়া এই মায়া জাল,
এই জালেতে যে ফেঁসেছে
বন্দী থাকে সে চিরকাল।
কিছু লোকের মুখের কথায়
সাপের চেয়েও বিষ বেশি হয়।।
দিবানিশি চর্চা করো
সরল, সুন্দর, সত্য কথার,
তোমার কথার কারণ যেন
হয় না কারো কোন ব্যাথার।
তুমি তাকে এরিয়ে যাও
যাহার কথা যন্ত্রণাময়।।
ভেবে চিন্তে নিয়ো তুমি
তোমার কথা বলার আগে,
কথা অস্ত্র বড় অস্ত্র
অনেক কথায় যুদ্ধ লাগে।
রুক্ষ কথায় বক্ষ ভেঙ্গে
ঘা কর না কারো হৃদয় ??
Comments
Post a Comment