যার বাড়ি ঘর

 যার বাড়ি ঘর

খাদিজা বেগম 


যার বাড়ি ঘর সেই যদি তার 

যত্ন না নেয় নিজের হাতে,

তার নিচে সে চাপা খাবে 

ধ্বংস হয়ে যাবে তাতে।


পাপ নামের এই ঘুণ পোকাতে

গোপনে খায় তোমারি ঘর,

কোন নেশাতে ডুবে আছো 

কেন রাখো না সেই খবর?

পাপের পোকা না তাড়ালে 

হবে তোমায় খুব পস্তাতে।।


ন্যায়-অন্যায় দেখার পরেও 

থাক যদি আজ না দেখে,

দেহ নামের ঘর খাবে কাল

হাজার পাপের মসলা মেখে ।

সত্য সবার অমূল্য ধন 

তা বেচনা কেউ সস্তাতে।।


নিজের কাজে ফাঁকি দেয় যে

সেই তো পড়ে নেজের ফাঁদে,

পরের জন্য খাদ ক্ষুরিলে  

সেই তো পড়বে নিজের খাদে। 

তোমারি কাজ কর তুমি 

অটল সত্য নয়ের সাথে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান