যাদু ঘরে থাকবে

 যাদু ঘরে থাকবে

খাদিজা বেগম 


যাদু ঘরে থাকবে একদিন 

কাঠের পিড়ি, পাটের সিঁকা ,

গোরুর গাড়ি, মাটির হাঁড়ি 

হারিকেন আর খেয়া নৌকা।।


দোয়াত-কালি, পালকি, ঢেঁকি

হাতের লেখা চিঠি পত্র,

পায়ের খড়ম, হাতের রুমাল

পিতল, কাসা, মাটির পাত্র।

হ্যাজাক লাইট আর বায়োস্কোপ

আরও থাকবে কাঠের চাকা।।


লাঙ্গল-জোয়াল, মাটির মাইট

পানি সেচের পাত্র ডোংঙ্গা,

হাতে তৈরি উলের বস্ত্র

কাগজের খাম, খেলনা, ঠোংঙ্গা

যাদু ঘরে দেখবে লোকে

মন জুড়ানো তালের পাখা।।


বেতের ধামা, চটের ব্যাগ

কেরোসিনের কুপি, চুলা,

হুক্কা, যাতা,দস্তরখানা

বাঁশের তৈরি চালনি, কুলা।

মায়ের হাতের মজার পিঠা, 

দুধ, কলা, ভাত যত্নে মাখা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান