বঙ্গবন্ধু আর বাংলাদেশ
বঙ্গবন্ধু আর বাংলাদেশ
খাদিজা বেগম
ঝড়ের চেয়েও অরো বেশি
বঙ্গবন্ধুর সাহসীকতা,
সেই সাহসে এনে দিল
আমাদের এই স্বাধীনতা।।
তার হৃদয়ে ঠাই দিয়েছে
নিপীড়িত জনতাকে,
তাই তো লাখো লাখো যোদ্ধা
যুদ্ধ করলো তারই ডাকে।
মহাসিন্ধুর চেয়ে বড়
তার মমতার গভীরতা।।
প্রতিবাদী হয়ে, মোদের
শিখিয়েছে এই প্রতিবাদ,
ভেঙ্গে যেন ফেলি মোরা
দুর্নীতির সব বিষাক্ত দাত।
দেশের জন্য প্রণ বিলাব
প্রয়োগ করবো কঠোরতা।।
তার মমতায় বেঁধেছে সে
এই বাংলাদেশ আর বাঙালি,
এই দেশিতে সবাই রাজা
থাকবে না কেউ আর কাঙালি।
দেশের তরে রাখতে হবে
হৃদয় ভরে নৈতিকতা।।
Comments
Post a Comment