হাসতে হবেই
হাসতে হবেই
খাদিজা বেগম
মায়ের বকাও পারতো না তো
হাসি মুছতে এই মুখ থেকে,
বেশি হাসি তার কারণেই
বকা দিত মা আমাকে।।
মা,, কতদিন হয় হাসি না
আগের মত হৃদয় খুলে,
মাঝে মাঝে মনে হয় খুব
আমি হাসতে গেছি ভুলে।
এখন আমার কষ্ট হলেও
হাসতে হবেই তাকে দেখে।।
প্রথম যেদিন ডিম ভেজেছি
দেইনি তাতে লবণ কোনো,
তবু বাবা বলেছিল
অমৃত স্বাদ পেলাম যেনো।
এখন ভালো রাঁধী তবু
সে চলে যায় খাবার রেখে।।
কত কথার খই ফোঁটাতাম
শোনতো বাবা নিজে থেকে,
এখন আমি মুখ খুলিনা
থাকি শান্তি বজায় রেখে।
অভিনয়টাও শিখে গেছি
নিত্য নতুন নাটক দেখে।।
Comments
Post a Comment