গরমিল

 গরমিল

খাদিজা বেগম 


আমি যখন ঘুমাতে চাই 

আমার নয়ন জেগে থাকে 

আমি যাহা ভুলেতে চাই 

এই মন সেটাই মনে রাখে।।


আমি যখন ঘুম ভাঙতে চাই 

তখন নয়ন ঘুমাতে চায় 

যাহা মনে রাখিতে চাই 

মন সহজে তা ভুলে যায়।

নিয়ন্ত্রণে রাখতে আজো 

আমি পারি নাই আমাকে।।


মনের মাঝে দেহের মাঝে 

মিল অমিল এর খেলা চলে,

 তাহার মাঝে বিবেক আবার 

ন্যায় অন্যায়ের কথা বলে।

এড়িয়ে যায় যে তার বিবেক 

সে মাটি দেয় তার সত্যকে।।


দেহ মনের মতো করে 

সব সম্পর্কে রয় মিল অমিল,

সব কিছু ঠিক রাখতে হলে

থাকতে হবে খুব সহনশীল।

খুব স্বাভাবিক বলে তোমায় 

মানতেই হবে কিছু গরমিল।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান