মরে গেলাম
মরে গেলাম
খাদিজা বেগম
মরে গেলাম, মরে গেলাম
তোর প্রেমেরি পিপাসাতে,
আমার জীবন মরণ সবি
এখন যেন তোরি হাতে।
তোর প্রেমেরি রোগেরোগে
আমি হলাম প্রেমের রুগি,
মনের মাঝে জ্বলে পুড়ে
প্রেম বিহনে আমি ভুগি।
তোরে ছাড়া একলা একলা
ঘুম আসে না আঁখি পাতে।।
একটু আমায় ছুঁয়ে দিলে
নামতো মনে আনন্দ ঢল,
হাসি মুখে বললে কথা
মুছে যেতো নয়নের জল।
খলখলাইয়া হাসতো এই মন
নাচতো হৃদয় দিনে রাতে।।
তুই যে আমার সুখের রাজ্য
তোরে ছাড়া আমি শূন্য,
বেঁচে আছি তোর আশাতে
তোরে সাথী করার জন্য।
চাই না কিছু পৃথিবীতে
ও তুই থাকিস যদি সাথে।।
Comments
Post a Comment