স্বাদ জেগেছে
স্বাদ জেগেছে
খাদিজা বেগম
যখন থেকে তোমায় দেখার
স্বাদ জেগেছে দুই নয়নে,
তখন থেকেই খুজচ্ছি তোমায়
দিনে রাতে প্রতি ক্ষণে।
চোখ বুজিলে পাই তোমাকে
তুমি আছো অনুভবে,
চোখ মেলে আর পাই না তোমায়
লুকোচুরি কেন তবে?
অস্থির আমার এই দেহ মন
দেখা করতে তোমার সনে।।
মাঝ রাতেও খুজি তোমায়
হঠাৎ করে ঘুম ভাঙ্গিলে,
এই আশাতে কান্দি তখন
যদি তোমায় পাই কান্দিলে।
না দেখলেও এই নয়নে
তোমায় দেখি আমার মনে।।
বাতাসে পাই তোমার ছোঁয়া
ফুলের মাঝে পাই তোমার ঘ্রাণ,
তুমি ছাড়া নিঃস্ব আমি
আমারি যা তোমারি দান।
আসবে বলেই ডাকছি তোমায়
শেষ নিশিতে খুব নির্জনে।।
Comments
Post a Comment