হারিয়ে গেলাম
হারিয়ে গেলাম
খাদিজা বেগম
পথের খোঁজে পথে পথে
সরল পথের জন্য ঘুরি,
পাথ না পেতেই হঠাৎ দেখি
আমি হয়ে গেলাম চুরি।
পথের মাঝে পথ হারালাম
আজ হারিয়ে গেলাম আমি,
কোনটা রেখে কোনটা খুজি
কোনটা অনেক বেশি দামি।
আমায় আমি কোথায় পাবো
এখন আমায় খুঁজে মরি ??
আমায় যদি না পাই আমি
সরল পথটি পাবো না তো,
আমায় খুঁজে পেতেই হবে
তাতে কষ্ট হোক না যতো।
নিজের খবর নিজেরই নাই
কিসের এতো বাহাদুরি??
না খুজিলে আমি আমায়
আমায় ছাড়া খুঁজবে কে আর?
আমি ছাড়া এই পৃথিবীর
নেই তো আমার কোন দরকার!
আমায় আমি না পাই যদি
ধ্বংস হবো পুরোপুরি।
Comments
Post a Comment