সেরা মাজার
সেরা মাজার খাদিজা বেগম সব মাজারের সেরা মাজার আমার দয়াল নবীর মাজার, সেই মাজারে নেই তো কোনো দান দক্ষিণা টাকার কারবার। ঘামে ভেজা কষ্টের টাকা আর দিও না কেউ মাজারে, আল্লাহর কাছে সে তো ভালো যে ভালো তার পরিবারে। যত পারো যত্ন করো খেয়াল রাখো নিজ বাবা মার।। সবার দোয়া হোক বা না হোক মায়ের দোয়া হবে কবুল, বাবা-মাকে ব্যাথা দিয়ে কখনো কেউ করোনা ভুল। আল্লাহর সাথে হইবে শিরেক মানত করো যদি মাজার।। সব পাপিরা মাফ পেলেও শিরেক কারি পাইবে না মাপ, সত্য বানী শোনার পরেও করো না আর শিরেকের পাপ। অসুস্থকে সেবা করো অনাহারী কে দাও খাবার।। মাজারে যে মরা দেহ তার নাই কোন টাকার দরকার, বোকার চোখে ধুলা দিয়ে ভন্ড গড়ে টাকার পাহাড়। বিবেক নিয়ে দেখ চেয়ে ছেড়ে আসো ওই অন্ধকার।।