কতদিন
কতদিন
খাদিজা বেগম
কতদিন হয় হয়নি দেখা
শুনেনি ঐ মুখের কথা,
কতরাত হয় ঘুমায় না চোখ
মনে উথলে ওঠে ব্যথা।
তুমি আসবে বলে বলে
বছরের পর বছর গেলো,
দুই নয়নে শ্রবণ হয়ে
ঝরে পরে আশা গুলো।
আজো তুমি আসলে না গো
সময় বয়ে যায় অযথা।।
আমি করি তুমি তুমি
তুমি করো টাকা টাকা,
তুমি ছাড়া ভাল লাগেনা
থাকতে পারি না আর একা।
তুমি আমার সুখের মানুষ
এই হৃদয়ের প্রণয় দাতা।।
তোমার সাথে ঘর বাঁধি লাম
সুখে দুঃখে থাকবে পাশে,
সেই তুমি আজ কত দূরে
দেখা হয় না বার মাসে।
সঙ্গ পেতে অঙ্গ জ্বলে
বুঝাইলে মন বোঝনা তা।।
Comments
Post a Comment