রাজনীতি (গান)
রাজনীতি
খাদিজা বেগম
রাজনীতির ওই নোংরা খেলায়
রাজনীতিবিদ হয় খেলোয়াড়,
আমজনতা তাঁদের খেলনা
সন্তান মরে গরিব বাবার।
রাজনীতিবিদ রাঘব বোয়াল
ওঁরাই দেশের মহা বিপদ,
গণ্ডমূর্খ ছেলেমেয়ে
চরণ চেটে করে খেদমত।
লাভবান হয় রাঘব বোয়াল
বুকের মানিক হারায় মা তার ।।
বাংলার সন্তান হয়েও কেন
দলে দলে হই বিভক্ত?
সত্য ন্যায়ের পথে যারা
ঝরাও কেন তাদের রক্ত?
ক্ষুদ্র স্বার্থে বিক্রি হয়ে
কেন দালালি করো কুত্তার।।
দোকান পাটে আর গাড়িতে
কোনো করো চাঁদাবাজি,
অফিসে আর আদালতে
ঘুষ খাও কেন ওরে পাজি?
আয় ফিরে আয় সত্য পথে
দেব পরিচয় বুদ্ধিমত্তার।।
Comments
Post a Comment