সত্য বল
সত্য বল
খাদিজা বেগম
সত্য বল সত্য বল
সত্য বল সত্যের পক্ষে,
সত্য বল যায় যদিও
তাহা নিজের এই বিপক্ষে।
মিথ্যা তোমায় ধ্বংস করবে
সত্য বললে মুক্তি পাবে,
সত্যবাদী হবে যারা
তারা স্রষ্টার দেখা পাবে।
সত্য ছাড়া পারবেনা কেউ
কেউ পাবে না কোন রক্ষে।।
আপন জনা বন্ধু-বান্ধব
সত্য ছাড়া পর হবে সব,
সত্য তোমার আসল সম্পদ
সত্য ছাড়া পাইবা না রব।
কুমন্ত্রণা ঝেড়ে ফেলে
সত্য পুষে রাখো বক্ষে।।
সত্য কথা বলতে কষ্ট
শুনতে কষ্ট আরো লাগে,
মিথ্যাবাদী সত্য শুনলে
জ্বলে পুড়ে মরে রাগে।
সত্য ছাড়া পথভ্রষ্ট সব
যেতে পারবে না নিজ লক্ষে।।
Comments
Post a Comment