আজো বাজে
আজো বাজে
খাদিজা বেগম
আজও বাজে ওই যুদ্ধের ঢাক
তোদের হৃদয় দিয়ে শোন,
আজও করে আহাজারি
তোদের, সম্ভ্রম হারানোর বোন।।
আজও যুদ্ধ শেষ হলো না
তোরা কোথায় মুক্তি সেনা?
ধর্ষণ কারী আর চাঁদাবাজ
এখনই শেষ করে দেনা!
আজও চলে এই বাংলাতে
শাসনের নাম ধরে শোষণ।
জেগে ওঠো এখনই আজ
শপথ করো দেশ বাঁচাবার,
দেশের শ্রম দেশের টাকা
আজও ওরা করে পাচার।
স্বাধীনতা রক্ষা করতে
নীতিবান হওয়া খুব প্রয়োজন।।
অফিসে আর আদালতে
আজ দুর্নীতির ছড়াছড়ি,
এখনি আয় আয় ছুটে আয়
দেশ বাঁচাতে তাড়াতাড়ি।
দলে দলে আসে সন্ত্রাস
চুষে খেয়ে যায় জনগণ।।
Comments
Post a Comment