এই সংসারে

 এই সংসারে 

খাদিজা বেগম 


এই সংসারের এফ ডি সি তে  

সবাই করে খুব অভিনয়,

আমিও এক অভিনেত্রী

অভিনয়ে কাটে সময়।


বাস্তবতা বড়ই কঠিন 

আমি আমায় পাই না খুঁজে,

সবকিছুতে তালগোল লাগে 

ভালো মন্দ পাইনা বুঝে।

বোকা থাকার অভিনয়টা

হাসিমুখে করিতে হয়।।


অনেক কিছু দেখার পরেও 

করিতে হয় না দেখার ভান,

অনেক কিছু শোনার পরেও 

করিতে হয় না সোনার ভান।

তবে ই তো চিনতে পারি

কার ভেতরে কত নয় ছয়।।


কলুষিত দেহের মাঝে 

রয় না কারো পবিত্র প্রাণ,

এই ধরাতে এত গ ন্ধ 

খুঁজে পাই না পবিত্র ঘ্রাণ,

অন্যজনা চিনতে গিয়ে 

আজো চেনা হয়নি আমায়।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান