আসসালাতু খাইরুম

 আসসালাতু খাইরুম

খাদিজা বেগম 


আসসা

লাতু খাইরুম মিন্নানাউম

নিদ্রা হতে নামাজ উত্তম,

ডাক এসেছে নামাজ পড়ার 

ঘুম ভেঙ্গে ওঠ ওরে অদম।


মোয়াজ্জিনের ডাক শুনিয়া 

যে জন ঘুমাই আরাম করে,

শেষ বিচারের পার পাবে না

জ্বলবে আগুন তার কবরে।

মরার পরে ডাকবে না কেউ 

ঘুমাবি তুই জনম জনম।।


আজরাইল আসলে যাবে নিয়ে 

চাইবে না তোর অনুমতি,

তার আগে তুই করিয়া ল

তোরি ঈমানের মেরামতি।

চলবেনা আর তোর অজুহাত 

হঠাৎ করেই হবি খতম।।


হারাম থেকে দূরে থেকো 

হালাল রুজির সন্ধান করো,

মরণ তোমায় ধরার আগে

হাদিস কুরআন আকরে ধরো।

যার অনুভব জুড়ে আল্লাহ 

সেইতো সেরা পবিত্র তম ।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান