অভিযোগ নাই
অভিযোগ নাই
খাদিজা বেগম
অভিযোগ নাই অনুযোক নাই
শুধু তোমার কাছে মাফ চাই,
আমি আমার নিজ দায়িত্ব
পালন করতে পারি নাই সাই।
ধৈর্যের জায়গায় রাগ করেছি
সত্যের জায়গায় বলছি মিথ্যা,
তোমার আদেশ না মানিয়া
বলছি মুখে রুক্ষ কথা।
করুনার ওই দৃষ্টি দিও
আমি তোমার করুণা চাই।।
বুদ্ধিদীপ্ত মেধা পেলাম
সুস্থ সবল দেহ পেলাম,
তবু তাহার সদ্ব ব্যবহার
কোনদিনও না করিলাম।
ক্ষমা ছাড়া তোমার কাছে
আমার কিছুই আর চাওয়ার নাই।।
আমার দোষে আমি দোষী
পাপে পাপে গেছি ফাঁসি,
ক্ষমা পেতে হাত পেতেছি
অনুতাপের জলে ভাসি।
ভুল করেছি অনেক বেশি
মাফ করে দাও আমারে সাঁই।।
Comments
Post a Comment