মে আশাতে
যে আশাতে
খাদিজা বেগম
যে আশাতে মন ভেঙ্গেছো
পুরাবেনা তোর সে আশা,
যার কারনে বিষ দিয়েছো
পাবিনা তার ভালোবাসা।
অকারনে দুঃখ দিলি
এই হৃদয়টা করলি ক্ষত,
পরকিয়ার পাপে ডুবে
ব্যাথা দিলি অবিরত।
জ্যান্ত থাকতে মারলি আমায়
করলি আবার তার চল্লিশা।।
তুই যে ছিলি চোখের আলো
আমার রঙিন ঠোঁটের হাসি,
তোরে ছাড়া সবই আঁধার
বল না কেমন করে বাঁচি?
ভাবলি না তুই আমার কথা
গড়ার আগে নতুন বাসা।।
বেইমানেরে ভালবেসে
কান্দি আমি রাত্রি দিনে,
আমার ভালো কাইরা নিয়া
ভালো থাকবি আমায় বিনে।
পুড়বে না তোর সে আশা
পাবিনা তার ভালোবাসা।।
Comments
Post a Comment