সেরা মাজার

 সেরা মাজার

খাদিজা বেগম 


সব মাজারের সেরা মাজার 

আমার দয়াল নবীর মাজার,

সেই মাজারে নেই তো কোনো

দান দক্ষিণা টাকার কারবার।


ঘামে ভেজা কষ্টের টাকা 

আর দিও না কেউ মাজারে,

আল্লাহর কাছে সে তো ভালো

যে ভালো তার পরিবারে।

যত পারো যত্ন করো

হাত ভরে দাও বাবা-মা-রে।।


সবার দোয়া হোক বা না হোক 

মায়ের দোয়া হবে কবুল,

বাবা-মাকে ব্যাথা দিয়ে

কখনো কেউ করোনা ভুল।

আল্লাহর সাথে হইবে সেরেক

যদি কিছু চাও মাজারে।।


সব পাপিরা মাফ পেলেও

সেরেক কারি পাইবে না মাপ,

সত্য বানী শোনার পরেও 

যে জন করবে সেরেকের পাপ।

নামাজ, রোজা, দান দক্ষিণায়

বাঁচাবে না কেহো তারে।।




Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান