ছোট ছোট দুচোখ

 ছোট ছোট দুচোখ

খাদিজা বেগম 


ছোট ছোট দুচোখ আমার 

যেন বড় বড় নদী,

বাঁধ ভেঙেছে চোখের জলে 

কি দিয়ে এই অশ্রু বাঁধি।


দোষ দিওনা আমায় তুমি

বাঁচবো না গো তোমায় ছাড়া,

একটু দূরে থাকলে তুমি 

আমায় মৃত্যু করে তাড়া।

তোমাকে খুব ভালবাসি 

তাই হারানোর ভয়ে কাঁদি।।


অন্য কারো জন্য নয় তো 

তুমি শুধু এই বরাতে,

বিধির কাছে এই প্রার্থনা 

তোমায় হয় না যে হারাতে।

ভুবন ছেড়ে চলে যাব 

কভু তোমায় হারাই যদি।।


কেমন করে বুঝাবো গো

তোমায় কত ভালবাসি, 

তুমি যদি হারিয়ে যাও 

আমি হব কবরবাসী।

তুমি ছাড়া দিশেহারা  

এ মন হয়ে যায় উন্মাদী।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান