জ্ঞানীরা (কবিতা)

 জ্ঞানীরা দেখেছে 

খাদিজা বেগম 


মানুষের মাধ্যমে কলমের মাধ্যমে,

বাতাসের মাধ্যমে সাগরের মাধ্যমে।


পৃথিবীতে ছড়িয়েছে তিনি তার কত জ্ঞান,

জ্ঞানীরা দেখেছে তা চোখ বুঁজে করে ধ্যান।


ফুলে আছে ফলে আছে সেই জ্ঞানের ছড়া ছড়ি,

তবে কেনো বাঁচিবার তরে আমি নিজে মরি?


শ্রেষ্ঠত্ব পেয়ে কেন হারাই তাহা লালসাতে?

নিকৃষ্ট হতে কেন লড়াই করি দিনে রাতে?


পবিত্রতা রেখে কেন অপবিত্র পেতে ছুটি?

মিথ্যার মায়াজালে কেন কাঁদে আঁখি দুটি?


জ্ঞানের মাঝে থেকে আমি কেন এত বোকা?

 লাভবান হতে গিয়ে নিজেকে দেই আমি ধোঁকা।


আজ করি সময়ের অপচয় বসে বসে,

কাল ধ্বসে যাবে দেহ শেষ হবে খসে খসে। 


কালে কালে ঐ কালের স্রোতে যাবো আমি ভেসে,

সেই অচেনা ঠিকানায় অজানার এক দেশে।


বুঝেও যে বুঝি না তা, জেনেও যে জানিনা তা,

অমূল্য এই সময় শেষ করি তাই অযথা।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান