কাঁচা বাঁশের (গান)
কাঁচা বাঁশের
খাদিজা বেগম
কাঁচা বাঁশের ছাউনি দিলে
খাবে তাহা ঘোন পোকাতে,
পাকা বাঁশের ছাউনি দিও
কোনো পোকার খায় না তাতে।।
যায় না বিফল কর্মেরি ফল
কাজের মত কাজ করিলে,
জিন্দা থাকতে না পেলেও
তুমি পাবে তা মরিলে।
এই খানে যে কাজ করিবা
ফল পাইবা তার আখিরাতে।।
অন্যের ত্রুটি না ধরিয়া
তুমি তোমার ত্রুটি ধরো,
অন্যের বিচার না করিয়া
তুমি তোমার বিচার করো।
নিজের ভাবনা নিজে ভাবো
দিও না তা অন্যের হাতে।।
অন্যের জন্য করলে চুরি
খাটবে না তার সাজা অন্যে,
সত্য পথে থাকো তুমি
পাপ করোনা অন্যের জন্যে।
ভয় পেয়ো না ন্যায়ের পথে
সৃষ্টি কর্তা ন্যায়ের সাথে।।
Comments
Post a Comment