পুরুষ
পুরুষ
খাদিজা বেগম
এক পুরুষের ঔরস থেকে
এসেছি এই দুনিয়াতে,
আর এক পুরুষ ভালবেসে
আশ্রয় দিলো তার জান্নাতে।
দুই পুরুষকে গর্ভে ধরে
আমি হলাম মা জননী,
পুরুষ ছাড়া বন্ধ হবে
একে একে সব কাহিনী।
তবু কেন হৃদয় ভাঙে
সেই পুরুষের বদ আঘাতে??
পুরুষ আমার জন্মদাতা
পুরুষ আমার প্রাণের স্বামী,
পুরুষ আমার গর্বের মানি
পুরুষ ভালবাসি আমি।
তবু কেন মন পুড়ে যায়
তার বিরহে নির্ঘুম রাতে।।
এক পুরুষের জন্য আমি
রক্তের বাঁধন রেখে আসি,
আর এক পুরুষ আদরে ভাই
যারে দেখলে ফুটে হাসি।
তবু কিছু পুরুষ মানুষ
নারী খেকো এই জগতে।।
Comments
Post a Comment