শেখায় (গান)

 শেখায়

খাদিজা বেগম


আকাশ শেখায় বাতাস শেখায়

শেখায় মাটি, সাগর, নদী,

এত শেখার পরেও মানুষ 

ভুল করে যায় নিরবধি।।


ফুলে শেখায় ফলে শেখায়

শেখায় বনের লতা,পাতা,

তবু মানুষ ফাঁদে পড়ে

তাও নিজের হাতে পাতা।

কাঁদতো না আর কোন মানুষ

শেখার মত শিখতো যদি।।


সূর্যো শেখায় চন্দ্র শেখায়

শেখায় জোয়ার, ভাটা চরে,

সবার শুধু তাড়াহুড়া

কেউ শেখেনা ধৈর্য ধরে।

দাসত্বকে ভুলে গিয়ে 

তাই তো মানুষ হয় আজাদী।।


মালিক শেখায় তার দাসত্ব

দাসে দেখায় তার বীরত্ব,

আদেশ নিষেধ ভেঙেচুরে 

পশুর মত চলে নিত্য।

সময় শেষে ধরবে কষে 

অগ্নিকুন্ডে করবে বন্দী।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান