মন মরা মন

 মন মরা মন

খাদিজা বেগম 


মন মরা মন পেলো জীবন

ওগো তোমার ছোয়াতে,

জান্নাতের সুখ পাওয়া হলো 

ওগো তোমায় পাওয়াতে।


তুমি আমার অমূল্য ধন

রাখবো তোমায় যতনে,

কেউ না যেন দেখে তোমায় 

রাখবো বুকে গোপনে।

দেখব তোমায় বারে বারে 

 হাজারো অজুহাতে।।


আমি ছিলাম মরা নদী 

তাতে ছিল বালুচর,

এখন দেখো বইছে জোয়ার

পেয়ে তোমার প্রেম আদর।

নিঃস্ব  ছিলাম একলা আমি 

সঙ্গি হলে দিন রাতে।।


সব চাওয়া আজ পূর্ণ হলো 

পাগল হইলাম খুশিতে,

কারো নজর লাগে না যে

এই আনন্দ হাসিতে।

আর কখনো হয়না যেন 

ওগো তোমায় হারাতে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান