আর পারিনা

 আর পারিনা

খাদিজা বেগম 


আর পারিনা টেনে নিতে 

আমি আমার মরা দেহ,

মাটি দিয়া দেনা আমায়

একটু দয়া কর না কেহ।


বন্ধুয়ারে মন দিয়েছি 

মনে প্রাণে ভালবেসে,

সেই বন্ধুয়া মন ভাঙ্গিয়া

 চলে গেছে অন্য দেশে,

ছলে বলে লুট করিয়া 

নিলে গেছে সোনার দেহ।।


জিন্দা থাকতে মরে গেছি 

আমি তারই প্রেমে পড়ে,

তাইতো আমার দেহের মাঝে

অবুঝ এই মন ছটফট করে ।

দেহ রেখে এই মনটারে 

করে গেছে সে জবেহ।।


আমারে সে ভোগ করেছে

ভালবাসার ঐ নাম করে,

আমায় আমি পারিনিতো

শুদ্ধ করে রাখতে ধরে।

বেঁচে আছি না মরেছি

 মাঝে মাঝে হয় সন্দেহ ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান