কাজের ছেলে
কাজের ছেলে
খাদিজা বেগম
আমি তোমার কাজের ছেলে
বলোনা মা করবো কি কাজ,
তুমি আমার মালিক মাগো
আমি তোমার হুকুমের দাস।
কাপড় ধোব বাসুন মাঝবো
করবো তোমার রান্না বান্না,
হাসি খুশি রাখবো তোমায়
করবে না আর কোন কান্না।
তোমার চরণতলে আমার
মহাসুখের শান্তির আবাস।।
রাজ পালঙ্কে রাখবো তোমায়
রানীর মতো করবো সেবা,
মায়ের মত এত দোয়া
এক মা ছাড়া করবে কেবা?
তোমার চোখে অশ্রু দেখলে
বন্ধ হয়ে আসে নিঃশ্বাস ।।
দুঃখ গুলো সব তাড়িয়ে
রাখবো তোমায় হাজার সুখে,
তুমি বসে আরাম করবে
খাবার দেবো তোমার মুখে।
তুমি আমার সুখের উৎস
তোমায় দেখলে জাগে উচ্ছ্বাস।।
Comments
Post a Comment