এমন একটা স্বপ্ন

 এমন একটা স্বপ্ন

খাদিজা বেগম 


এমন একটা স্বপ্ন দেখি 

তুমি আমি মুখোমুখি,

তোমায় দেখার ভাবনা নিয়ে 

আমি সদায় থাকি সুখী।


তুমি স্রষ্টা আমি সৃষ্টি 

এর চেয়ে নাই আর বড় সুখ,

কখনো যে ভুলে না যাই 

না হই আমি সত্য বিমুখ।

অন্য জনের দুঃখ দেখে 

আমি হই যে সমদুঃখী।।


তুমি ডানে আমি বামে 

থাকবো একদিন পাশাপাশি,

সেই ভাবনা ভেবে ভেবে

যখন তখন একলা হাসি।

তাইতো হাজার অসুখ হলেও 

হই না আমি আর অসুখী।।


তুমি রহিম হে রহমান 

সবার উপর তোমার সম্মান,

তোমারে যে ভুলে যাবে

বাড়বে শুধু তার অপমান।

সকাল সন্ধ্যা তোমার সিজদায়

যেন গর্দান পেতে রাখি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান