কোরআন পড়
কোরআন পড়
খাদিজা বেগম
কোরআন পড় অর্থসহ
জীবনে হও জ্ঞানী গুণী,
অন্ধ বিশ্বাস করো না কেউ
শুধু অন্যের কথা শুনি।
ধর্মের নামে ব্যবসা করে
অনেকে কয় মিথ্যে কথা,
ওই মানুষ তো মানুষ নয় রে
মানুষেরে যে দেয় ব্যথা।
যার কথা আর কাজে নাই মিল
মনের ভিতর তার শয়তানি।।
হালাল হারাম মানে না যে
তার চরিত্র পশুর মত,
তাহার জিহ্বা বিষাক্ত সাপ
অন্যের হৃদয় করে ক্ষত।
তাহার হাতের হিংস্র থাবা
ঝড়ায় অন্যের চোখের পানি।।
অন্যের ক্ষতি করে যে জন
নিজে হতে চায় লাভবান,
লোক ঠেকানো প্রতারক সে
মানুষ রূপে সেই তো শয়তান।
যে মানে না আদেশ নিষেধ
তার মাঝে নাই সত্য বাণী।।
Comments
Post a Comment