কুরআন (গান)
কুরআন
খাদিজা বেগম
কুরআন পড়ে ফল পাবে না
না জানিলে মর্ম অর্থ,
নামাজ রোজায় কাজ হবে না
মানব জীবন হবে ব্যর্থ।
আল্লাহ আল্লাহ জিকির করে
লাভ হবেনা তোমার কোন,
যদি আল্লাহর আদেশ নিষেধ
মন থেকে না তুমি শোন।
আল্লাহ ছাড়া তুমি হবে
পাপে পাপে অপদার্থ।।
হাদিস পড়ো কোরআন পড়ো
পড়োরে মন অর্থ বুঝে,
মহান আল্লাহ নিজো গুণে
একদিন তোমায় নিবে খুঁজে।
লোভের পিছে আর থেকনা
সামনে আগাও হও কৃতার্থ ।।
চোখের দেখা সব কিছু নয়
হৃদয় দিয়েও দেখার থাকে,
তার ভয় নেই আর যে পেয়েছে
অনুভবে তারা আল্লাহকে।
এই দুনিয়ার সব ছেড়ে সে
হয়ে গেছে চরিতার্থ।।
Comments
Post a Comment