আছে এক রব
আছে এক রব
খাদিজা বেগম
মসজি, মন্দির আর প্যাগোডায়
সব জায়গায় পাই তার অনুভব,
রাস্তাঘাট, ঘর, বাড়ি অফিস
সব স্থানেই আছে এক রব।
যে দেখেছেন নিজের মালিক
ন্যায় বিচারক দয়াময় কে,
পবিত্র পথ পেয়েছে সে
জয় করেছে সকল ভয় কে।
তাহার কাজে মানব মাঝে
ছড়িয়ে যায় শান্তির সৌরভ।।
সে জন শুধু বর্জন করে
অর্জন বলে কিছু নেই তার,
নিজের সাথে লড়াই করে
ধ্বংস করে লোভ লালসার।
তার মাঝে পাবে খুঁজে
শুধু গোলাম হবার গৌরব।।
কুমন্ত্রণা কারী ওই মন
কুমন্ত্রণা দেয় সে যখন,
ভেবেচিন্তে করে কর্ম
আরে দেখে হাসে তখন।
সে পারেনা অন্যায় করতে
বাঁধা দেয় তার ন্যায়ের প্রভাব।।
Comments
Post a Comment