আমার নবী
আমার নবী
খাদিজা বেগম
আমার নবী দয়াল নবী
হাজার দুঃখের দুঃখী,
ছয় মাস গর্ভে এতিম হলো
ছয় বছরের অনাথ মুখী।
আপন বলে নাই রে ভাই, বোন
এই দুনিয়ায় মাঝে,
তবু সবাই বাসতো ভাল
তাহার ভাল কাজে।
ওরা তাহার বন্ধু ছিল
যারা পুণ্য মুখী।।
ছিলনা তার অক্ষরের ঞ্জান
তবু পেল কুরআন,
সৃষ্টিকর্তার পরে তাহার
সবার উপর সম্মান।
সব মানুষের সেরা মানুষ
তিনি ধৈর্য মুখী।।
সত্য পথের পথিক যারা
চিনলো আল্লাহ্ নবী,
আল্লাহ, নবী ছাড়া চিনলো
পথভ্রষ্টোরা সবি।
বহুমুখী পথ ছাড়িয়া
হও এক সত্য মুখী।।
Comments
Post a Comment