Posts

Showing posts from December, 2024

অর্থশূন্য জীবন

 অর্থশূন্য জীবন  খাদিজা বেগম  বেখেয়ালি মানুষ আমি  ভুলে ভরা আমার ছোট্ট জীবন, বড় বড় স্বপ্ন দেখি  স্বপ্ন ঘেরা আমার একটা ভুবন।। নীল নীল স্বপ্ন লাল লাল স্বপ্ন  সবুজ স্বপ্নে সাজানো ঘর বাড়ি, দূরে দূরে উরে স্বপ্ন  তারে আমি ধরিতে না পারি।  আমি স্বপ্নের স্বপ্ন আমার  মিলেমিশে থাকি আমরা আপন।। পাখির মত উড়াল দিয়ে  রঙ্গিন স্বপ্ন ধরে আনবো আমি, স্বপ্ন ছাড়া যায় না বাঁচা  স্বপ্ন আমার সবার চেয়ে দামি।। যখন তখন স্বপ্নে বিভোর  মাঝে মাঝে স্বপ্নে থাকি ডুবে,  জানিনা তো আমার স্বপ্ন  জাগবে কখন সূর্য হয়ে পুবে। অর্থশূন্য জীবন আমার  কানায় কানায় স্বপ্ন ভরা নয়ন।।

সাবান মাখো

 সাবান মাখো খাদিজা বেগম  যে দেহাটায় সাবান মাখো রাখো রঙিন কাপড় দিয়ে ঢেকে, একদিন তুমি চলে যাবে  যত্নে রাখা ঐ দেহটা রেখে।।  নৈতিকতার কাপড় ফেলে  তুমি কেন ন্যাংটা হয়ে আছো, লজ্জা শরম নাই কি তোমার  মানুষ হয়েও প্রাণীর মত বাঁচো। যতই তুমি চালাক হও না  বাঁচবা নাতো ঐ কর্মফল থেকে।। চোখে যেটা দেখছ তুমি  সেটা শুধু তোমার চোখে ধাঁধা,  হৃদয় দিয়ে দেখলে দেখবা  তোমার চিন্তা ভরা নোংরা কাঁদা। দেহের তৃপ্তি ভোগে ভোগে  আত্মার তৃপ্তি হলো ত্যাগে ত্যাগে, মানব আর ঐ প্রাণীর মাঝে  কি ব্যবধান সবার জানা লাগে।  সাদা সরল সত্য রেখে  লাভ হবে না মিথ্যা আবির মেখে।।

রাজনীতি

 রাজনীতি  খাদিজা বেগম  সাদা সাদা পোশাক পরে  ওরা করে নোংরা কালো রাজনীতি,  উপর দিয়ে ধার্মিক ওরা  ভিতরে নাই উপারলার ভয় ভীতি।। ওই কালো চুল সাদা হলো  তবু ওদের আজো সাদা হয়নি মন, রাজনীতিতে নাম লিখিয়ে  ওরা করে জনগণকে রোজ শোষণ। দোকানপাটে রাস্তাঘাটে  অফিস পাড়ায় ওরা চালায় দূর্নীতি।। দেশের প্রতি নাই মমতা  ভালোবাসা নৈতিকতা একফোঁটা, কাজকর্মে দুর্নীতিবাজ মুখে মুখে নীতি কথার খই ফোঁটা।। দলের পোশাক কুত্তা চাইনা দেশের জন্য দেশ দরদী নেতা চাই, ভেবেচিন্তে কাজ করো তাই  এসো সবাই দলের আগে দেশ বাঁচাই। দলের চেয়ে দেশটা বড়  এই কথাটা ভেবে করো রাজনীতি।।

দূর্নীতিবাজ আমলা

 দুর্নীতিবাজ আমলা খাদিজা বেগম  অশিক্ষিত রিক্সাওয়ালা অথবা ওই দুর্নীতিবাজ আমলা,  ওদের মাঝে নাই ভেদাভে  দেশের মালিক হয়ে ওরা কামলা।। দেশ সংস্কার করতে দেয় না  সংস্কারের প্রতি কাজে বাঁধা, ওদের কর্ম কান্ড দেখে  খুব আনন্দে নাচে মোদের দাদা। শিক্ষিত জন গাধার মতন  সংস্কারের কাজে করলো হামলা।। পরীক্ষাটার চেয়ে বুঝি  চরণ চাটা তোমার কাছে সোজা, প্রমোশনের পরীক্ষা দাও  বন্দ করো ঘুষের টাকা খোঁজা।। তোমাদের লোভ স্বার্থ দেখে  থুথু ফেলা ছাড়া নাই আর কিছু, শিক্ষিত জন কি করে হয়  ঘৃণিত লোক পশুর চেয়েও নিচু।  কর্মফলের ভয়ে হলেও  এই সুযোগে তোদের ওই লোভ সামলা।। ভুলে যাস নে ছোট্ট ছোট্ট  শিশু বাচ্চার আত্মত্যাগের কথা, বিবেকের চোখ মেলে দ্যাখ না সন্তানহারা ওই মায়েদের ব্যথা। এ দেশ তোমার আমার সবার সংস্কারের পরিষ্কার হোক ময়লা।। ওই পুলিশের মত যদি  মির জাফর হও ইতিহাসের পাতায়,  তোমাদের ওই সন্তানেরা  গর্বের বদলে মুখ লুকাবে লজ্জায়। এই সুযোগে ধুয়ে মুছে  ফেলে দিও ঐ হৃদয়ের কয়লা।। নতুন রাষ্ট্র পেতে হলে  পুরনো ওই ধ্যান ধারণা বাদ...

পানি লাগবে

 পানি লাগবে  #খাদিজা বেগম   পানি লাগবে পানি পানি  এই বলিয়া একটি ছেলে ডাকে,  পানি হাতে ছুটে বেড়ায় পিপাসিত বিপ্লবীদের ফাঁকে।। টিয়ারশেল এর ধোঁয়ায় ধোয়ায়  চোখ জ্বলে যায় দেখতে পায় না কিছু,  তাই ছেলেটি নিজের হাতে  দু'চোখ ডলে মাথা করে নিচু। স্বৈরাচারের পুলিশ তখন  গুলি করে রক্তে ভেজায় তাকে।। বীর সাহসী বিপ্লবীরা  বেঁচে থাকে হাজার বছর ধরে, সাঈদ, মুগ্ধ বিপ্লবীরা বাংলাদেশের প্রতি ঘরে ঘরে।। তার হৃদয়ে দেশের জন্য কানায় কানায় ভালবাসা ছিল, তাইতো প্রাণের মায়া ছেড়ে দেশের মায়ায় প্রাণ বলিদান দিলো। শত হাজার সালাম জানাই  বীর সাহসী এমন ছেলের মাকে।।

তাই দিতে চাই

 তাই দিতে চাই  খাদিজা বেগম  সব কিছুরই গন্ধ আছে  অহংকারের ভীষণ পঁচা গন্ধ, মিথ্যা কথা খুব ভয়ংকর  জনে জনে লাগিয়ে দেয় দ্বন্দ্ব।। মিথ্যাবাদী অহংকারী  এই সমাজের জন্য ওরা কাল সাপ, ওদের সাথে কেউ কারো না  নিজের কোন ভালো-মন্দ আলাপ। ঢেউয়ে ভাঙ্গা পাড়ের মত  ভেঙে নেবে তোমার সুখের ছন্দ।। মিথ্যা শব্দের বজ্র আঘাত  কানের আগে লাগে মনে,  কেউ রেখনা কোন বাঁধন  কোন মিথ্যাবাদীর সনে।। সবকিছুতেই স্বাদ আছে ভাই  ভীষণ বিষাদ লাগে নেওয়ার মাঝে,  দেওয়ার মাঝে আনন্দের স্বাদ  তাই দিতে চাই কথা এবং কাজে।  যাতে সবার সব ভালো হয়  জীবন থেকে দূর হয়ে যায় মন্দ।।

আল-কোরআন

আল-কোরআন  খাদিজা বেগম  কোরআন হলো আল্লাহর বাণী  যাকে তাকে বলতে হয় না কোরআন, পবিত্র ঐ আল-কোরআন টা  যত পাড়বে তত বাড়বে সম্মান।। পবিত্র এই কোরআনখানি  নাযিল হলো মোহাম্মাদের কাছে, এই কোরআনের সব মানুষের  প্রশ্ন-উত্তর যত্নে লেখা আছে।  অর্থ জেনে বুঝে শুনে  পড়েন যারা তাদের বাড়বে ঈমান।। ধর্ম নয়তো বাবা দাদার  রেখে যাও ওয়ারিশ ধন সম্পদ, বুঝেশুনে ধর্ম মানো  নইলে তোমার সামনে মহাবিপদ। ধর্ম হল স্রষ্টার বিধান  শুধু মানব জাতির জন্য সৃষ্টি, সৃষ্টির সেরা মানুষ যারা  ধর্মের প্রতি থাকে তাদের দৃষ্টি।  তারাই সঠিক সত্য মানে  করেন যারা লোভ-লালসার কোরবান।। ধার্মিক যারা তাদের কাছে  ধর্মের চেয়ে সদা মানুষ বড়, আল্লাহর সকল আদেশ-নিষেধ  মান্য করে মানুষ সম্মান কর। 

ব্যাংক এর মালিক

 ব্যাংক এর মালিক  খাদিজা বেগম  ঋণে ঋণে দেশ ডুবিয়ে  তোমরা যারা ব্যাংক এর মালিক হয়েছো, তোমরা চাওনি দেশের ভালো  সারা জীবন নিজের ভালই চেয়েছো।। হিসাব করে দেখো সবে  কর্মজীবী লোকের পকেট ফাঁকা, রাজনীতিবিদ ব্যাংকের মালিক  তাদের ব্যাংকে উপচে পড়া টাকা। রাজনীতিতে নাম লিখিয়ে  তোমরা দেশের সম্পদ লুটে নিয়েছেো।। আমরা সবাই ঘুমে আছি  এই ভেবে কেউ করো না আর ডাকাতি, ক্ষমতা আর অর্থের নেশায় নৈতিকতা ভুলে থেকো না মাতি।। দেশের তরে জেগে আছি  আমরা দেশের কোটি কোটি জনতা, জুলাই বিপ্লব দেখে ও কি  শিক্ষা হয়নি ভুলে গেছো সে কথা। ভোট না দিয়ে জানান দেবো  এই দেশটাকে ঋণী করে খেয়েছো।। #খাদিজাবেগমেরকবিতা #khadijabegum #newphoto #newcollection #yunusgovernment #রাজনীতিবিদ #রাষ্ট্রসংস্কার #খাদিজা #সচেতনগরীক #দেশপ্রেমীক

শুধরে চলো

 শুধরে চলো  খাদিজা বেগম  শুধরে চলো শুধরে চলো  বারে বারে করে যাচ্ছি সাবধান,  গৌরবোজ্জ্বল দেশ আমাদের চিরদিনই রাখবো এদেশ অম্লান।। দেশ বাঁচাতে ন্যায় বাঁচাবো  একে একে করবো অন্যায় ধ্বংস, ভেঙে চড়ে চুরমার করবো ঘুষ বাণিজ্য চোর ডাকাতের বংশ। দেশের বুকে থাকতে হলে  হয়ে থাকো দেশ জননীর সন্তান।। অন্যায় কারী অত্যাচারী  দেশের বুকে ঠাঁই হবে না কারো, এদেশ ছেড়ে চলে যাও ভাই যদি তোমরা শুধরাতে না পারো।  অর্থ পাচার মানব পাচার চলবে না আর আমার সোনার দেশে, ন্যায়ের সাথে কাজ করে খাও  জীবন গড়ো ন্যায় কে ভালো বেসে। সাহসী বীর যোদ্ধা আমরা  দেশের জন্যে দিয়ে যাবো এই প্রাণ।।

ভিক্ষা করা

 ভিক্ষা করা  খাদিজা বেগম  স্বভাব যাদের ভিক্ষা করা  কেমন করে হবে তারা শ্রেষ্ঠ, নিকৃষ্ট সব চিন্তা ভাবনা  তাইতো কাজে কর্মে ওরা দুষ্ট।। চাকরি দেবার কথা বলে  জনে জনে করে বেড়ায় ভিক্ষা, মানব রুপি পশু ওরা  ওদের মাঝে নেই মানবিক শিক্ষা। প্রমোশন এর কথা বলে  মেধাবীদের মেধা করে নষ্ট।। দশের শত্রু দেশের শত্রু  আজকে যারা ভিক্ষা করে রাস্তায়, ওরা সবাই বিক্রিত জন  ওদেরকে দল কিনেছে খুব সস্তায়। রাস্তাঘাটে দোকানপাটে  আসে যদি দলের পোষা কুকুর,  ওদের বিষ দাঁত ভাঙ্গার জন্য   হাতে হাতে তৈরি রাখো মুগুর। হৃদ মাজারে রাখবো এ দেশ  দেশকে পেতে দেব না আর কষ্ট।।

আত্মত্যাগ

 আত্মত্যাগ  খাদিজা বেগম  দেশের জন্য প্রাণ দিয়েছে  ডানা মেলা পাখির মত ছেলেরা, হাত দিয়েছে, পা দিয়েছে  চোখ দিয়েছে, ফুলের মত মেয়েরা।। বৃথা যেতে দেব না এই অগণিত ছেলে মেয়ের আত্মত্যাগ, ঐ পতাকার বুকের মাঝে তাজা হয়ে থাকবে ওদের রক্ত দাগ। বাংলার ছেলে বীর আরাফাত  ঘরে ঘরে আরাফাতের মায়েরা।। দেশের ক্ষতি করে ওরা  রোজ জ্বালিয়ে দিচ্ছে সন্তান হারা শোক, তবু আমরা সাবধান থাকবো দেশের জন্য খুলে রাখবো ন্যায়ের চোখ।। খুনির সাথে হাত মিলিয়ে  ওরা ক্ষত করছে দেশের কলিজায়, ধীরে ধীরে জানান দিচ্ছে  মোনাফিক দল অদের কুকাজ আর কথায়।  দেশ সংস্কার করবো তবু  বিশ্বটাকে দেখাবো এই দেশ সেরা।।

চলে যাব

  চলে যাব খাদিজা বেগম চলতে চলতেই চলে যাব থাকবো না আর আমি আমার ভিতর, চলন্ত এই দেহ আমার আমায় ছাড়া হয়ে রবে নিথর।। কেউ কারাবে গোসল আবার কেউ পড়াবে আমায় সাদা কাপড়, কেউ আমাকে ভালোবেসে আলতো ছোঁয়ায় করে দিবে আদর। কেউ লাগাবে সুরমা চোখে কেউ মাখাবে আমার গায়ে আতর।। সবাই সেদিন বলবে কথা আমি শুধু শুনব চুপটি করে, সবাই আমায় বিদায় দেবে আমি বিদায় নেব চির তরে।। হাজারো ভার বহন করা এই দেহটা হবে সেদিন বোঝা, কাদের ওপর বহন করে মাটির ঘরে রেখে দেবে সোজা। সেদিন তোমরা কেউ হবে না আমার জন্য কেঁদে কেঁদে কাতর।।

অলংকার

 অলংকার  খাদিজা বেগম কন্ঠে আমার সত্যের শক্তি  ন্যায্য কথা বলিবার, বুকে আমার সাহসী মন সত্য পথে চলিবার। ভয় ভীতি সব দূর করেছি সাহসে আজ বলিয়ান, ন্যায়ের জন্য যুদ্ধ করব  হাসিমুখে দেবো প্রাণ। একে একে করব আমি  সব অন্যায়ের প্রতিকার।। আঁধার বুকে আমি হব  অগ্নি আলোর এক অংশ, ওই জালিমের জুলুম করবো  পুড়ে পুড়ে সব ধ্বংস।। ন্যায় বাঁচাতে লড়াই করব  আমার মৃত্যু অবধি,  ন্যায়ের জন্য গড়ে দেবো  নিজের রক্তে লাল নদী, মিথ্যার কাছে মানব না হার সত্য আমার অলংকার।।

পুরুষ হয়নি কৃপণ

 পুরুষ হয়নি কৃপণ  খাদিজা বেগম  যে পুরুষে হয়নি কৃপণ  নারীর জাতির প্রাপ্য সম্মান দিতে, সেই পুরুষে অনায়াসেই  নিয়ে গেছে নারীর হৃদয় জিতে।। তার জীবনে হয়নি কভু  আদর, সোহাগ, ভালোবাসার অভাব, জীবন যুদ্ধে যোদ্ধা হয়ে  নারীদের মান বাঁচানো যায় স্বভাব। নারীর মর্ম বোঝে সেই জন  যার কাছে তার বউ নাই পৌষের শীতে।। লাভের হিসাব রেখে দিয়ে  যে নারীকে ভালোবেসে নেবে, ফুলের মত ঘ্রান ছড়িয়ে তার জীবনে সুখ ভরিয়ে দেবে।। নারী পুরুষ সবাই মানুষ কেহ নাইতো কারো থেকে ছোট,  মানুষের সম্মান দিয়ে  তোমরা সবাই মানুষ হয়ে ওঠো। যুগে যুগে ঠাঁই নিয়েছে  পুরুষ সত্ত্বা নারীর কমল চিত্তে।।

পক্ষপাতী জালিম

 পক্ষপাতী জালিম  খাদিজা বেগম  সত্য রেখে দিবানিশি  পক্ষপাতী করা যাদের স্বভাব,  মানব রুপি হলেও তারা  কেউ মানুষ নয় তাদের জ্ঞানের অভাব।। আয় ছাড়া ব্যায় করলে তোমায়  জনে জনে করতে হবে ভিক্ষা, ন্যায় বিচারের চর্চা করো  নইলে খরচা হবে তোমার শিক্ষা। হতে হলে আসল মানুষ  ফেলে এসো পক্ষপাতী প্রভাব।। হিন্দু বলে হিন্দুর পক্ষে  মুসলমানের পক্ষে বলে মুসলিম, নেতা বলে দলের পক্ষে  সত্য বেচা পক্ষপাতী জালিম।। দেহ রক্ষায় বিবেক মেরে  কিসের ধর্ম পালন কর মানুষ,  মাটির দেহ মাটি হবে  ভেবে দেখো বিবেক ছাড়া বেহুঁশ। মিথ্যে কথা বিষের মতো  যত বলবে ততই হবে কাল সাপ।। সেই সাপে বিষ ঢেলে দিবে  তোমার দেহ মনো প্রাণে প্রাণে, বিষ ছড়িয়ে মানুষের চোখ  তুমি ভরে দিবে বানে বানে। তার বিনিময় তুমি পাবে  অভিশাপ আর অভিশাপ অভিশাপ।।

হাজী সাহেব

 হাজী সাহেব  খাদিজা বেগম  হাজী সাহেব হাজী সাহেব  ডাকে যদি তোমায় সবাই মিলে, তাতে তোমার কি লাভ হবে  খাও যদি গো নিজের ঈমান গিলে।। পাক কলেমা পাঠ করিলেই আল্লাহর প্রিয় হয়ে যায় না কেহ,  ওই কলেমার মূল্য যদি  না বুঝে তার হাত, পা, চোখ, কান দেহ।। আল্লাহর ভয়ে ভীতু হয়ে  কাঁপন যদি না জাগে গো দিলে।। তোমরা কেহ হতে চাইলে  আল্লার কাছে প্রিয় থেকে প্রিয়,  মানুষের হক সবার আগে  নিজে থেকে হিসাব করে দিও।। তোমার আচার ব্যবহারে  কষ্ট লাগে যদি কারো মনে, ক্ষমা চেয়ে নিও তুমি  নত হয়ে অনুতাপের সনে। একদিন যাবে জাহান্নামে অন্যের সম্পদ আজ ঠকিয়ে নিলে।।

ঘুঙুর পায়ে

 ঘুঙুর পায়ে  খাদিজা বেগম  তুমি যখন ঘুঙুর পায়ে  হেঁটে চলো আমার উঠান দিয়ে,  তখন মনের কোকিল ডাকে  তোমার মিষ্টি ঘুঙুরের সুর নিয়ে।। তোমার হাঁটার তালে তালে  যখন কাঁচের চুড়ি বেজে উঠে, এই হৃদয়ের ভ্রমর তখন  মাতাল হয়ে ফুল কাননে ছোটৈ। এই মনে চায় প্রেমের খাঁচায়  বন্দী থাকি আমি তোমায় নিয়ে।। মনে মনে মন বলে যায়  কত কথা তোমায় ভালোবেসে,   আনমনা মন তোমায় ভেবে  বারে বারে যাচ্ছে শুধু ভেসে।। তুমি হাসলে ফুল ফুটে যায়  জোয়ার ছুটে আসে মরুর বুকে, তোমার হাসির শব্দ শুনে  ঘুমন্ত মন নেচে ওঠে সুখে। রাত গভীরে একলা জাগি স্বপ্ন দেখি তোমার আমার বিয়ে।।

বর্ণমালা

 বর্ণমালা  খাদিজা বেগম  বর্ণমালা হয়ে থাকবো  আমি তোমার স্মৃতির খাতায় খাতায়, বৃষ্টি হয়ে পরবো ঝরে  আমি তোমার চোখের পাতায় পাতায়।। চিরতরে দূরে গেলেও  আমি থাকবো তোমার মনের ঘরে, আমায় ভেবে আমারি গান গাইবে তুমি অনেক যত্ন করে। আজকে না হয় অবহেলে  ভরলে জীবন আমার ব্যথায় ব্যথায়।। কাছে কাছে থাকি বলে  আজকে না হয় মান দিলে না আমায়,  একদিন দূরে চলে যাবো  তবু থাকব তোমার মানের ছায়ায়।। ঘুমের ঘোরে হাত বাড়িয়ে  আমায় খুঁজবে যখন আঁধার রাতে, তুমি তখন পারবেনা আর  আমায় একটু ধরতে তোমার হাতে।। হয়তো তখন ডাকবে আমায় আমি সুখী থাকবো সুখের নিদ্রায়।।

পান খেওনা

 পান খেওনা  খাদিজা বেগম  যতই বলি মাকে আমি  পান খেওনা পান খেওনা মা, তবুও মা জর্দা খাবে  সাদা খাবে কথা শোনবে না।। পান খেয়ে মুখ লাল করো না  ওই মুখে মা হতে পারে ঘা, নানা প্রকার হতে পারে  তোমার ভেতর মরণ ক্যান্সার মা। সুপার টা খুব ভয়ংকর  কত ক্ষতি করে জানো না।। উচ্চ রক্ত চাপ বাড়াবে  ধড়ফড় করবে তোমার শান্ত বুক, শ্বাস কষ্ট বেড়ে যাবে  মাগো কেড়ে নেবে তোমার সুখ।। সিগারেট আর জর্দা, বিড়ি  কিংবা গাজা, ইয়াবা, মদ, গুল, ওসব হলো মরণ নেশা  নেশা করা মস্ত বড় ভুল।  এই জীবনে এমন ভুলের  মরনেও মাশুল হবে না।।

প্রেম সোহাগে

 প্রেম সোহাগে  খাদিজা বেগম  ওগো তোমায় দেখার ইচ্ছা জাগে  জাগে রে খুব দেখার ইচ্ছা জাগে, তোমায় ছাড়া শূন্য শূন্য লাগে  লাগে রে খুব শূন্য শূন্য লাগে।। তুমায় ছাড়া বিষাদে মন ভরা বুকের ভিতর তপ্ত মরুভূমি, আমার এ মন তোমার ঐ নাম ধরে  দিবানিশি ডাকে তুমি তুমি।  বিরহী মন পুড়ে সারাটা ক্ষণ  হৃদয় ভরা পোড়া দাগে দাগে।। ওগো তোমারি প্রেম ছাড়া আমার  বেঁচে থাকার নাই তো কোন উপায়, প্রেমের ক্ষুধায় ক্ষুধায় হৃদয় জ্বলে  বোবা এই মন কেঁদে মরে লজ্জায়।। ওগো প্রিয় শোনো বলি তোমায় তুমি ছাড়া কেউ নাই আমার আপন, সেই তুমিটা দূরে থাকো যদি   কে মুছাবে এই নয়নের শ্রাবণ? কে জড়িয়ে নেবে বুকের মাঝে  মন ভরিয়ে দেবে প্রেম সোহাগে??

চাই

 চাই খাদিজা বেগম  ঘোর আঁধারে আলো নিয়ে  আমি সূর্য হয়ে উঠতে চাই, পুষ্প সুবাস ছড়িয়ে রোজ  আমি পুষ্প হয়ে ফুটতে চাই। সবুজ ঘাসের ডগায় ডাগায়  শিশির বিন্দু হয়ে বসতে চাই,  ঝিলের জালে শাপলা হয়ে  আমি ডানা মেলে ভাসতে চাই। নীল সাগরের বুকের উপর  আমি ঊর্মি হয়ে ছুটতে চাই।। দূর আকাশে পাখি হয়ে  মনের সুখে আমি উড়তে চাই, আকাশ থেকে ছোট্ট বাসায়  ভালবাসার টানে ফিরতে চাই। কত কিছু চাওয়া আমার  তুমি ছাড়া পূর্ণ হবে না, একবার চলে গেলে আমি  এই ভবে আর আসা হবে না।  যে কটা দিন বেঁচে আছি  সাই তোমার প্রেম আমি লুটতে চাই।।