সাবান মাখো
সাবান মাখো
খাদিজা বেগম
যে দেহাটায় সাবান মাখো
রাখো রঙিন কাপড় দিয়ে ঢেকে,
একদিন তুমি চলে যাবে
যত্নে রাখা ঐ দেহটা রেখে।।
নৈতিকতার কাপড় ফেলে
তুমি কেন ন্যাংটা হয়ে আছো,
লজ্জা শরম নাই কি তোমার
মানুষ হয়েও প্রাণীর মত বাঁচো।
যতই তুমি চালাক হও না
বাঁচবা নাতো ঐ কর্মফল থেকে।।
চোখে যেটা দেখছ তুমি
সেটা শুধু তোমার চোখে ধাঁধা,
হৃদয় দিয়ে দেখলে দেখবা
তোমার চিন্তা ভরা নোংরা কাঁদা।
দেহের তৃপ্তি ভোগে ভোগে
আত্মার তৃপ্তি হলো ত্যাগে ত্যাগে,
মানব আর ঐ প্রাণীর মাঝে
কি ব্যবধান সবার জানা লাগে।
সাদা সরল সত্য রেখে
লাভ হবে না মিথ্যা আবির মেখে।।
Comments
Post a Comment