ঘুঙুর পায়ে
ঘুঙুর পায়ে
খাদিজা বেগম
তুমি যখন ঘুঙুর পায়ে
হেঁটে চলো আমার উঠান দিয়ে,
তখন মনের কোকিল ডাকে
তোমার মিষ্টি ঘুঙুরের সুর নিয়ে।।
তোমার হাঁটার তালে তালে
যখন কাঁচের চুড়ি বেজে উঠে,
এই হৃদয়ের ভ্রমর তখন
মাতাল হয়ে ফুল কাননে ছোটৈ।
এই মনে চায় প্রেমের খাঁচায়
বন্দী থাকি আমি তোমায় নিয়ে।।
মনে মনে মন বলে যায়
কত কথা তোমায় ভালোবেসে,
আনমনা মন তোমায় ভেবে
বারে বারে যাচ্ছে শুধু ভেসে।।
তুমি হাসলে ফুল ফুটে যায়
জোয়ার ছুটে আসে মরুর বুকে,
তোমার হাসির শব্দ শুনে
ঘুমন্ত মন নেচে ওঠে সুখে।
রাত গভীরে একলা জাগি
স্বপ্ন দেখি তোমার আমার বিয়ে।।
Comments
Post a Comment