রাজনীতি

 রাজনীতি 

খাদিজা বেগম 


সাদা সাদা পোশাক পরে 

ওরা করে নোংরা কালো রাজনীতি, 

উপর দিয়ে ধার্মিক ওরা 

ভিতরে নাই উপারলার ভয় ভীতি।।


ওই কালো চুল সাদা হলো 

তবু ওদের আজো সাদা হয়নি মন,

রাজনীতিতে নাম লিখিয়ে 

ওরা করে জনগণকে রোজ শোষণ।

দোকানপাটে রাস্তাঘাটে 

অফিস পাড়ায় ওরা চালায় দূর্নীতি।।


দেশের প্রতি নাই মমতা 

ভালোবাসা নৈতিকতা একফোঁটা,

কাজকর্মে দুর্নীতিবাজ

মুখে মুখে নীতি কথার খই ফোঁটা।।


দলের পোশাক কুত্তা চাইনা

দেশের জন্য দেশ দরদী নেতা চাই,

ভেবেচিন্তে কাজ করো তাই 

এসো সবাই দলের আগে দেশ বাঁচাই।

দলের চেয়ে দেশটা বড় 

এই কথাটা ভেবে করো রাজনীতি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান