হাজী সাহেব

 হাজী সাহেব 

খাদিজা বেগম 


হাজী সাহেব হাজী সাহেব 

ডাকে যদি তোমায় সবাই মিলে,

তাতে তোমার কি লাভ হবে 

খাও যদি গো নিজের ঈমান গিলে।।


পাক কলেমা পাঠ করিলেই

আল্লাহর প্রিয় হয়ে যায় না কেহ, 

ওই কলেমার মূল্য যদি 

না বুঝে তার হাত, পা, চোখ, কান দেহ।।

আল্লাহর ভয়ে ভীতু হয়ে 

কাঁপন যদি না জাগে গো দিলে।।


তোমরা কেহ হতে চাইলে 

আল্লার কাছে প্রিয় থেকে প্রিয়, 

মানুষের হক সবার আগে 

নিজে থেকে হিসাব করে দিও।।


তোমার আচার ব্যবহারে 

কষ্ট লাগে যদি কারো মনে,

ক্ষমা চেয়ে নিও তুমি 

নত হয়ে অনুতাপের সনে।

একদিন যাবে জাহান্নামে

অন্যের সম্পদ আজ ঠকিয়ে নিলে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান