প্রেম সোহাগে
প্রেম সোহাগে
খাদিজা বেগম
ওগো তোমায় দেখার ইচ্ছা জাগে
জাগে রে খুব দেখার ইচ্ছা জাগে,
তোমায় ছাড়া শূন্য শূন্য লাগে
লাগে রে খুব শূন্য শূন্য লাগে।।
তুমায় ছাড়া বিষাদে মন ভরা
বুকের ভিতর তপ্ত মরুভূমি,
আমার এ মন তোমার ঐ নাম ধরে
দিবানিশি ডাকে তুমি তুমি।
বিরহী মন পুড়ে সারাটা ক্ষণ
হৃদয় ভরা পোড়া দাগে দাগে।।
ওগো তোমারি প্রেম ছাড়া আমার
বেঁচে থাকার নাই তো কোন উপায়,
প্রেমের ক্ষুধায় ক্ষুধায় হৃদয় জ্বলে
বোবা এই মন কেঁদে মরে লজ্জায়।।
ওগো প্রিয় শোনো বলি তোমায়
তুমি ছাড়া কেউ নাই আমার আপন,
সেই তুমিটা দূরে থাকো যদি
কে মুছাবে এই নয়নের শ্রাবণ?
কে জড়িয়ে নেবে বুকের মাঝে
মন ভরিয়ে দেবে প্রেম সোহাগে??
Comments
Post a Comment