শুধরে চলো

 শুধরে চলো 

খাদিজা বেগম 


শুধরে চলো শুধরে চলো 

বারে বারে করে যাচ্ছি সাবধান, 

গৌরবোজ্জ্বল দেশ আমাদের

চিরদিনই রাখবো এদেশ অম্লান।।


দেশ বাঁচাতে ন্যায় বাঁচাবো 

একে একে করবো অন্যায় ধ্বংস,

ভেঙে চড়ে চুরমার করবো

ঘুষ বাণিজ্য চোর ডাকাতের বংশ।

দেশের বুকে থাকতে হলে 

হয়ে থাকো দেশ জননীর সন্তান।।


অন্যায় কারী অত্যাচারী 

দেশের বুকে ঠাঁই হবে না কারো,

এদেশ ছেড়ে চলে যাও ভাই

যদি তোমরা শুধরাতে না পারো।


 অর্থ পাচার মানব পাচার

চলবে না আর আমার সোনার দেশে,

ন্যায়ের সাথে কাজ করে খাও 

জীবন গড়ো ন্যায় কে ভালো বেসে।

সাহসী বীর যোদ্ধা আমরা 

দেশের জন্যে দিয়ে যাবো এই প্রাণ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান