ব্যাংক এর মালিক

 ব্যাংক এর মালিক 

খাদিজা বেগম 


ঋণে ঋণে দেশ ডুবিয়ে 

তোমরা যারা ব্যাংক এর মালিক হয়েছো,

তোমরা চাওনি দেশের ভালো 

সারা জীবন নিজের ভালই চেয়েছো।।


হিসাব করে দেখো সবে 

কর্মজীবী লোকের পকেট ফাঁকা,

রাজনীতিবিদ ব্যাংকের মালিক 

তাদের ব্যাংকে উপচে পড়া টাকা।

রাজনীতিতে নাম লিখিয়ে 

তোমরা দেশের সম্পদ লুটে নিয়েছেো।।


আমরা সবাই ঘুমে আছি 

এই ভেবে কেউ করো না আর ডাকাতি,

ক্ষমতা আর অর্থের নেশায়

নৈতিকতা ভুলে থেকো না মাতি।।


দেশের তরে জেগে আছি 

আমরা দেশের কোটি কোটি জনতা,

জুলাই বিপ্লব দেখে ও কি 

শিক্ষা হয়নি ভুলে গেছো সে কথা।

ভোট না দিয়ে জানান দেবো 

এই দেশটাকে ঋণী করে খেয়েছো।।


#খাদিজাবেগমেরকবিতা #khadijabegum #newphoto #newcollection #yunusgovernment #রাজনীতিবিদ #রাষ্ট্রসংস্কার #খাদিজা #সচেতনগরীক #দেশপ্রেমীক

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান