পান খেওনা
পান খেওনা
খাদিজা বেগম
যতই বলি মাকে আমি
পান খেওনা পান খেওনা মা,
তবুও মা জর্দা খাবে
সাদা খাবে কথা শোনবে না।।
পান খেয়ে মুখ লাল করো না
ওই মুখে মা হতে পারে ঘা,
নানা প্রকার হতে পারে
তোমার ভেতর মরণ ক্যান্সার মা।
সুপার টা খুব ভয়ংকর
কত ক্ষতি করে জানো না।।
উচ্চ রক্ত চাপ বাড়াবে
ধড়ফড় করবে তোমার শান্ত বুক,
শ্বাস কষ্ট বেড়ে যাবে
মাগো কেড়ে নেবে তোমার সুখ।।
সিগারেট আর জর্দা, বিড়ি
কিংবা গাজা, ইয়াবা, মদ, গুল,
ওসব হলো মরণ নেশা
নেশা করা মস্ত বড় ভুল।
এই জীবনে এমন ভুলের
মরনেও মাশুল হবে না।।
Comments
Post a Comment