পানি লাগবে

 পানি লাগবে 

#খাদিজা বেগম  


পানি লাগবে পানি পানি 

এই বলিয়া একটি ছেলে ডাকে, 

পানি হাতে ছুটে বেড়ায়

পিপাসিত বিপ্লবীদের ফাঁকে।।


টিয়ারশেল এর ধোঁয়ায় ধোয়ায় 

চোখ জ্বলে যায় দেখতে পায় না কিছু, 

তাই ছেলেটি নিজের হাতে 

দু'চোখ ডলে মাথা করে নিচু।

স্বৈরাচারের পুলিশ তখন 

গুলি করে রক্তে ভেজায় তাকে।।


বীর সাহসী বিপ্লবীরা 

বেঁচে থাকে হাজার বছর ধরে,

সাঈদ, মুগ্ধ বিপ্লবীরা

বাংলাদেশের প্রতি ঘরে ঘরে।।


তার হৃদয়ে দেশের জন্য

কানায় কানায় ভালবাসা ছিল,

তাইতো প্রাণের মায়া ছেড়ে

দেশের মায়ায় প্রাণ বলিদান দিলো।

শত হাজার সালাম জানাই 

বীর সাহসী এমন ছেলের মাকে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান