পক্ষপাতী জালিম
পক্ষপাতী জালিম
খাদিজা বেগম
সত্য রেখে দিবানিশি
পক্ষপাতী করা যাদের স্বভাব,
মানব রুপি হলেও তারা
কেউ মানুষ নয় তাদের জ্ঞানের অভাব।।
আয় ছাড়া ব্যায় করলে তোমায়
জনে জনে করতে হবে ভিক্ষা,
ন্যায় বিচারের চর্চা করো
নইলে খরচা হবে তোমার শিক্ষা।
হতে হলে আসল মানুষ
ফেলে এসো পক্ষপাতী প্রভাব।।
হিন্দু বলে হিন্দুর পক্ষে
মুসলমানের পক্ষে বলে মুসলিম,
নেতা বলে দলের পক্ষে
সত্য বেচা পক্ষপাতী জালিম।।
দেহ রক্ষায় বিবেক মেরে
কিসের ধর্ম পালন কর মানুষ,
মাটির দেহ মাটি হবে
ভেবে দেখো বিবেক ছাড়া বেহুঁশ।
মিথ্যে কথা বিষের মতো
যত বলবে ততই হবে কাল সাপ।।
সেই সাপে বিষ ঢেলে দিবে
তোমার দেহ মনো প্রাণে প্রাণে,
বিষ ছড়িয়ে মানুষের চোখ
তুমি ভরে দিবে বানে বানে।
তার বিনিময় তুমি পাবে
অভিশাপ আর অভিশাপ অভিশাপ।।
Comments
Post a Comment